Chadni Posore Kego Amar Smoron Kore (চাঁদনী পসরে কে আমার স্মরণ করে) Bangla Lyrics


চাঁদনী পসরে কে আমার স্মরণ করে
কে আইসা দাঁড়াইছেগো আমার দুয়ারে
চাঁদনী পসরে কে আমার স্মরণ করে
কে আইসা দাঁড়াইছেগো আমার দুয়ারে
তাঁহারে চিনি না আমি
সে আমারে চিনে
চাঁদনী পসরে কে আমার স্মরণ করে
কে আইসা দাঁড়াইছেগো আমার দুয়ারে

বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার
বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না
চাঁদনী পসরে কে আমার স্মরণ করে
কে আইসা দাঁড়াইছেগো আমার দুয়ারে

সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চান্দের রাইতে তোমার হইছেগো সময়,
সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চান্দের রাইতে তোমার হইছেগো সময়
ঘর ছারিয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছিগো আইজ চান্দেরো দাওয়াত

চাঁদনী পসরে কে আমার স্মরণ করে
কে আইসা দাঁড়াইছেগো আমার দুয়ারে
চাঁদনী পসরে কে আমার স্মরণ করে
কে আইসা দাঁড়াইছেগো আমার দুয়ারে
তাঁহারে চিনি না আমি
সে আমারে চিনে
চাঁদনী পসরে কে আমার স্মরণ করে
কে আইসা দাঁড়াইছেগো আমার দুয়ারে

গীতিকারঃ
হুমায়ূন আহমেদ 

Comments

  1. কে আইসা দাঁড়িয়সে গো আমার দুয়ারে,.... এখানে "কে" বলতে কাকে বোঝানোহয়ে? ?

    ReplyDelete
    Replies
    1. যদি ছবিটি দেখে থাকেন তাহলে কে বলতে প্রেমিকা , এখানে কে বলতে মনের কল্পিত প্রিয় প্রতিবিম্বও হতে পারে অথবা যমদূত বা আজরাইল । হুমায়ুন আহমেদ স্যার সব সময় বলে গেছেন তার চাঁদনি রাতে মৃত্যুর বড় ইচ্ছা

      Delete
  2. ২০২১ সালের সব নতুন গানের লিরিক্স দেখতে ভিজিট করুন

    All Bangla Songs Lyrics

    .

    ReplyDelete

Post a Comment